|
---|
“শিক্ষক’ই পারেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করতে”
নিউজ ডেস্ক: জাতি গঠনের ভার যাঁদের উপর অর্পণ করা হয় সেই মহান কয়েকজন শিক্ষকের কর্মজীবন থেকে অবসরের অনুষ্ঠান সসম্মানে পালিত হল উঃ চব্বিশ পরগনা জেলার কুমারপুর পরশমণি শিক্ষাবিতান (উঃ মাঃ)।
করোনা পরিস্থিতির জন্য কিছু সময়ের ব্যবধানে আজ বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক মাননীয় আব্দুস সাত্তার সাহেব, সহকারি প্রধান শিক্ষক মাননীয় মোহাম্মদ এরশাদ আলী সাহেব, সহ শিক্ষক মাননীয় শ্রী গোবিন্দচরণ হাজারী মহাশয় ও মাননীয় আব্দুর রহমান সাহেব, শিক্ষাকর্মী অসীম কুমার রায় মহাশয়।
অশ্রুসিক্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর হাতে সম্মাননা উপহার তুলে দেন স্থানীয় বিধায়িকা মাননীয়া রহিমা মণ্ডল মহাশয়া, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা বন ও ভুমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব মফিদুল হক সাহাজি, পরিচালন সমিতির সভাপতি জনাব আবেদ আলী প্রাক্তন সভাপতি সুনীলবরুণ ঘোষ সহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষাকর্মী ও সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা।