বৃহস্পতিবার কালিয়াচক গার্লস হাই স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল শিক্ষক দিবস ও স্কুলের প্রথম ম্যাগাজিন ‘সৃজনী’ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, মোথাবাড়ি: বৃহস্পতিবার কালিয়াচক গার্লস হাইস্কুলে যথাযথ মর্যাদার সাথে পালিত হল শিক্ষক দিবস। এই দিবস উদযাপনে এক গুচ্ছ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কুলের প্রথম ম্যাগাজিন ‘সৃজনী’ উদ্বোধন হয়। এই ম্যাগাজিনের উদ্বোধন করেন মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক আহসানুল করিম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, স্কুল সভাপতি ডা: মোয়াজ্জেম হোসেন, ম্যাগাজিন সম্পাদক তথা শিক্ষিকা দেবমিতা সরকার সহ অন্যান্য শিক্ষিকা, প্রাক্তন শিক্ষিকা, শুভানুধ্যায়ী সহ অনেকে। দর্শক আসনে বসে মনোযোগ দিয়ে অনুষ্ঠান প্রত্যক্ষ করেন পরিদর্শক। পরে জেলা বিদ্যালয় পরিদর্শক আহসানুল করিম বলেন, কালিয়াচক গার্লস হাই স্কুলের বিভিন্ন অনুষ্ঠান, ছাত্রী ও শিক্ষিকাদের সচেতনমূলক নাটক ও স্কুলে প্রথম ম্যাগাজিন প্রকাশনা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন অন্যান্য বিদ্যালয়কে পথ দেখাবে এই ও ছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন খোসমেজাজে অভাব অভিযোগ শোনেন। তবে এলাকায় ছাত্রীদের মধ্যে ও প্রতিভা রয়েছে বলে মন্তব্য করেন। প্রচুর ছাত্রী সম্বলিত এই বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দেন। শিক্ষক দিবসের অনুষ্ঠান ঘিরে শিক্ষিকা, ছাত্রী ও কর্তৃপক্ষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন, আমরা খুশি হয়েছি বিদ্যালয়ের প্রথম ম্যাগাজিন উদ্বোধন হল। ডিআই স্বয়ং উদ্বোধন করেন। সকলের চেষ্টায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামীতে এই বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আরো এগিয়ে যাবে আশা প্রকাশ করেন। প্রসঙ্গ উল্লেখ্য, ম্যাগাজিনের নামকরণ করেছেন বিদ্যালয়ের সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন।