|
---|
আব্দুস সামাদ জঙ্গিপুর:- গুরু-শিষ্য ঐতিহ্য ভারতের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র অংশ। জীবনে বাবা-মায়ের জায়গা কেউ নিতে পারে না, কারণ তারা আমাদের এই রঙিন সুন্দর পৃথিবীতে নিয়ে আসে। বলা হয়ে থাকে আমাদের বাবা-মা জীবনের প্রথম শিক্ষক। প্রাচীনকাল থেকেই ভারতে গুরু ও শিক্ষকের ঐতিহ্য চলে আসছে, কিন্তু শুধুমাত্র শিক্ষকরাই আমাদের জীবনযাপনের প্রকৃত উপায় শেখায়। আপনাকে আমাকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে।
প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ৫ই সেপ্টেম্বর ভারতজুড়ে শিক্ষক দিবস পালিত হয়। প্রত্যেকের জীবনেই ‘গুরু’র গুরুত্ব অপরিসীম। সমাজেও তাদের বিশেষ স্থান রয়েছে। সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষায় অনেক বিশ্বাস করতেন। তিনি একজন মহান দার্শনিক ও শিক্ষক ছিলেন। শিক্ষকতার প্রতি ছিল তার গভীর অনুরাগ। তার মধ্যে একজন আদর্শ শিক্ষকের সব গুণ ছিল। এই দিনে, সারা দেশে ভারত সরকার সেরা শিক্ষকদের পুরষ্কারও প্রদান করে থাকেন।
এই দিনে স্কুলে পড়ালেখা বন্ধ থাকে। স্কুলগুলিতে উদযাপন, ধন্যবাদ জ্ঞাপন এবং স্মরণের কার্যক্রম রয়েছে। শিশু এবং শিক্ষক উভয়ই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। যখন ছাত্ররা তাদের গুরুদের বিভিন্ন উপায়ে সম্মান করে, শিক্ষকরা গুরু-শিষ্য ঐতিহ্যকে ধরে রাখার শপথ নেন।ঠিক তেমনি এই দিনটিকে স্মরণ করে ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণন জিকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তেঘরী খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় শিক্ষক দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। আজকের এই শিক্ষক দিবস অনুষ্ঠানে শুধু সাংস্কৃতিক,নাচ,গান,কবিতা,আবৃত্তি ও নিত্য পরিবেশনের মাধ্যমেই শেষ নয়।তেঘরী খামড়া ভাবকী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে স্কুল ছুট শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে আসার একাধিক কর্মসূচি সহ মোবাইলে আসক্ত শিক্ষার্থীদের লিখা- পড়াই মনোযোগ বাড়ানোর লক্ষ্যে দেশের সু প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা একাধিক কর্মসূচি পালন করেন। যেমন খামরা ভাবকি উচ্চ-বিদ্যালয়ের লেখাপড়ায় মেধাবৃত্ত ছাত্র-ছাত্রী, শ্রেণী কক্ষের মধ্যে সবচাইতে ভালো চরিত্রের ছাত্রছাত্রী,খেলাধুলায় প্রথম স্থান অধিকারী। মাধ্যমিক উচ্চমাধ্যমিকে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে একাধিক উপহার প্রদানের মাধ্যমে তাদের সংবর্ধিত করে তোলেন। আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক এসআই সুপেন্দু বিশ্বাস মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন খামরা ভাবকী উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/ শিক্ষিকা সহ প্রাক্তন একগুচ্ছ শিক্ষক-শিক্ষিকা এছাড়াও উপস্থিত ছিলেন খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ।এবং তেঘরী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ নির্বাচিত গ্রামসভার একাধিক সদস্যবৃন্দ।
আজকের এই দিনে স্স্কুলে-দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দিনব্যাপী চলে বর্ণাঢ্য অনুষ্ঠান ও সম্মাননা। এই দিনটি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে স্মরণ করে পালিত হয়।