|
---|
সাকিব হাসান,উঃ ২8 পরগনা: ওয়েলফেয়ার পার্টির উত্তর চব্বিশ পরগণা জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকার মনিপুর,আতাপুর গ্রাম পরিদর্শন করে প্রয়োজন মাফিক তাদের হাতে ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। এদিন এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সহ-সভাপতি আব্দুন নঈম,রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, SGC মেম্বার জুলফিকার আলি মোল্লা,জেলা কমিটির সদস্য রুস্তম মোদী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ।
ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ-সভাপতি আব্দুন নঈম সাহেব জানান, “আমরা টিম ওয়েলফেয়ার নামে এর আগেও সুন্দরবণ লাগোয়া বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে একাধিক কাজ করেছি। আজকে আমরা এই এলাকায় সামর্থ অনুযায়ী বেশ কিছু পরিবারের হাতে নগদ কিছু অর্থ তুলে দিলাম।