|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুস্কর-গায়ত্রী রচিত ও পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘বিক্রম ভেধা’ র ১ মিনিট ৪৬ সেকেন্ডের টিজার লঞ্চ করা হয়েছে আজ।
একটি কঠোর পুলিশ অফিসারের একটি ভয়ংকর গ্যাংস্টারকে ধাওয়া করা ঘিরে এই ছবি। এই ছবিতে বিক্রমের ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলী খান এবং ভেধার ভূমিকায় হৃত্বিক রোশন।
এছাড়াও এই ছবিটি ফিল্মওয়ার্কস এবং জিও স্টুডিও এবং YNOT স্টুডিওস প্রোডাকশনের সহযোগিতায় গুলশান কুমার, টি-সিরিজ এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের দ্বারা এই ছবি নির্মিত।
এই সিনেমায় রয়েছেন অভিনেত্রী রাধিকা আপতেও। বড়ো পর্দায় ‘বিক্রম ভেধা’ মুক্তি পেতে চলেছে ৩০ সেপ্টেম্বর ২০২২ এ।