|
---|
*’খুদা’র টিজার প্রকাশ পেল আজ** রামিজ আলি আহমেদ:পরিচালক শ্রী সুদীপ নাগের তৃতীয় ছবি ‘খুদা’র টিজার প্রকাশ পেল আজ। ছবিটির শুটিং হয়েছে নেপাল, দার্জিলিং, কালিম্পঙ ও আরো বিভিন্ন লোকেশনে। ‘খুদা’ ছবিটি মূলত একটি বাস্তব মেয়ের কাহিনী নিয়ে চ্যালেঞ্জিং ছবি। টিজার মুক্তি পেল জমেযাক টিভির ইউটিউব চ্যানেলে।মুখ্য ভূমিকায় আছেন কিয়া দেবদাস আর বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক।এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন আরো অনেকে।ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরেই। “অনেককেই ছবি তৈরি করে বলতে শোনা যায় এটা একটি অন্যরকম ছবি।আমি কিন্তু বাস্তব একটি গল্পকে নিয়েই ছবিটি তৈরী করেছি। নিমু ভৌমিককে নিয়ে এটা আমার প্রথম কাজ। বড্ডো ভালো মনের মানুষ নিমু দা, আর কিয়াকে নিয়ে ‘আনজানা’, ‘আমি যাযাবর’ দুটো বাংলা ছবি করেছি। কিয়া বিভিন্ন রকম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালোবাসে, যার জন্য ‘খুদা’ ছবিতে সুভাষিণীর চরিত্রটিকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। ছবিটি আজকের প্রজন্মের মেয়েদের কাছে বিশেষ করে একটি জায়গা করে নেবে।” বললেন পরিচালক শ্রী সুদীপ নাগ। ‘খুদা’র প্রযোজনা করেছে শ্রী সুরেশ্বরী ফিল্মস।ছবিটি নিয়ে পরিচালক বেশ আশাবাদী।