থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তদান শিবির

রহমতুল্লাহ, সাগরদিঘী : এই করোনা পরিস্থিতিতে রক্তের সংকট প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে তবুও সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে রোগীদের রক্তের চাহিদা মেটানোর ! সাগরদিঘী হাসপাতালে চিকিৎসাধীন চামুন্ডা গ্রামের বিরাট প্রধান বয়স কুড়ি, শরীরে রক্তের প্রয়োজনে সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের সঙ্গে যোগাযোগ করেন তারপর রোগীর পরিবারকে আশ্বাস দেওয়া হয় যে রক্তের ব্যবস্থা হয়ে যাবে সেই রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন বিনোদ মাটি গ্রামের বাসিরুদ্দিন মন্ডল। সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে রক্তদাতাকে। এবং সকলেই যেন এইভাবে মানুষের পাশে এগিয়ে আসে এমন আশা করছে ট্রাস্ট।