|
---|
নিজস্ব সংবাদদাতা, নদীয়া: শুক্রবার রাতে পথ দুর্ঘটনার কবলে পড়লেন তেহট্টর মহকুমা শাসক মৌমিতা সাহা ও তাঁর পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, এদিন কৃষ্ণনগরের দিকে তেহট্টে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর টু করিমপুর রাজ্য সড়কে চাপড়া থানার বড় আন্দুলিয়া পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা ইটের লরিতে মহকুমা শাসকের গাড়িটি ধাক্কা মারে। ঘটনায় গাড়ির চালক, মহকুমা শাসকের বাবা,ভাই ও দেহরক্ষী আহত হয়েছেন। মোমিতা দেবীর গুরুতর আঘাত লাগেনি। পুলিস সূত্রে খবর,আহতদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি পেট্রোল পাম্পের কাছেই আলাদা করে রাখা আছে।