|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : পথেঘাটে ট্রামেবাসে অবাঞ্ছিত স্পর্শ বা অশালীন উৎপাতের লক্ষ্য কখনও কখনও হতে হয় মহিলাদের। শারীরিক ভাবে হেনস্থা বা উত্যক্ত করার সুযোগ কখনও কখনও খোঁজে বিকৃতরুচির কেউ কেউ। আচমকা এমন কোন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হলে মহিলারা যাতে প্রাথমিক আত্মরক্ষার খুঁটিনাটি সম্পর্কে অবহিত থাকতে পারেন, সে জন্যই কলকাতা পুলিশের উদ্যোগ – ‘তেজস্বিনী’। গত বছরের মে মাসে প্রথম আয়োজিত হয়েছিল ‘তেজস্বিনী’। অভূতপূর্ব সাড়া পেয়েছিল সেই উদ্যোগ। সেই পথ ধরেই ‘তেজস্বিনী’ আয়োজিত হচ্ছে আবার, কলকাতা পুলিশের ‘কমিউনিটি পুলিশ’ শাখার উদ্যোগে, এই মাসের শেষ সপ্তাহে।
পাঁচ দিনের কর্মশালা। ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর। রোজ সকাল আটটা থেকে দশটা। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের ( ইস্টবেঙ্গল মাঠের উল্টোদিকে) টেন্টে। বারো থেকে চল্লিশ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ ট্রেনাররা। সম্পূর্ণ বিনামূল্যে।
কলকাতা পুলিশের ওয়েবসাইটে www.kolkatapolice.gov.in আবেদনকারীর নাম অনলাইনে নথিভুক্ত করা যাবে। অথবা রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীর নাম, বাবার নাম, ঠিকানা, বয়স,ফোন নম্বর ও ফটো হোয়াটসঅ্যাপ করুন ৯৭৪৮৪৩৮১৬৫ এই নম্বরে। নাম নথিভুক্তের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।
জানাযায় পাঁচ দিনের একটি কর্মশালাতেই থেমে থাকব না তারা। ‘তেজস্বিনী’-র নিয়মিত আয়োজনের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তাদের।