তেলেঙ্গানা রাজ্যের IAS অফিসার আব্দুল আজিম দেখিয়ে দিলো যে সরকারী অফিসার শুধু জনগণের সেবা করার জন্য।

তেলেঙ্গানা রাজ্যের IAS অফিসার আব্দুল আজিম দেখিয়ে দিলো যে সরকারী অফিসার শুধু জনগণের সেবা করার জন্য।

    নতুন গতি ওয়েব ডেস্ক :– কিছুদিন আগের ঘটনা তেলেঙ্গানা রাজ্যের ভুপলপল্লী জেলা শাসক (DM অফিস) এর কার্যালয়ে জেলা শাসক IAS আব্দুল আজিম মহাশয় আসার আগে থেকেই অফিসের সিঁড়িতে বসে ছিলেন একজন বৃদ্ধ মহিলা এবং যখন DM অফিসার আব্দুল আজিম মহাশয় অফিসে পৌঁছায় তখন তিনি দ্যাখেন যে একজন বৃদ্ধ মহিলা অফিসের সিঁড়িতে বসে আছে, মহিলা কে দেখে DM অফিসার বিচলিত হয়ে যান এবং ওনাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে আপনার কিন্তু বৃদ্ধ মজিলা কোনো জবাব দেই না সাথে সাথে DM অফিসের সিঁড়িতে মহিলার পাশেই বসে পড়েন IAS আব্দুল আজিম মহাশয় এবং মহিলা কে ওনার সমস্যা জিজ্ঞাসা করেন মহিলা উত্তরে বলেন যে গত দুই বছর থেকে আমার পেনশন টা বন্ধ হয়ে গেছে যার জন্য অনেকবার এসেছি অফিসে কিন্তু আপনার বাকি অফিসার রা গুরুত্ব দেই নি।
    মহিলার এই সমস্যা ও অভিযোগ শুনে জেলা শাসক অফিসের বাকি অফিসার দের কে সিঁড়িতেই ডাকেন DM অফিসার আব্দুল আজিম এবং সিঁড়িতেই কাজ শুরু করে দেন উনি, সাথে সাথে চালু করে দেন বৃদ্ধ মহিলার পেনশন।

    এই মহৎ কাজের জন্য Social media তে খুব তারা তারি viral হয়ে যান IAS অফিসার আব্দুল আজিম মহাশয় এবং তিনি এই দৃশ্যের মাধ্যমে বাকি সরকারি অফিসার দের কে একটি যোগ্য জবাব দেন যারা উচু উচু পদে চলে যাওয়ার পর ভুলে যাই নিম্ন শ্রেণীর মানুষ দের।