টেলি কমিউনিকেশন বিষয়কসচেতনা শিবির

আর এ মণ্ডল,রসুলপুর : সম্প্রতি ১৬ সেপ্টেম্বর বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের রসুলপুর “প্রতীক বি এড কলেজ”- এর সভাগৃহে “ট্রাই” (টেলিকম রেগুলেটারি অফ ইন্ডিয়া) এর সমর্থনে টেলি যোগাযোগ বিষয়ের উপর একটি সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়। এই সভা সংগঠিত করে “রামকৃষ্ণ পল্লী রুরাল ওয়েল ফেয়ার সোয়াইটি।” বেলা ২টা থেকে সভা শুরু হয়।
এয়ার টেল এর ‘টি সি এম’ সব্যসাচী রাজ, জিও-র-প্রতিনিধি সাহেব সাঁতরা( বাঁকুড়ার সি এস) এবং ইন্দ্রজিৎ ঘোষ (বিষ্ণুপুরের নেটওয়ার্ক প্রধান)। প্রতিনিধিগণ মোবাইল টাওয়ার,ফোন কল,ইন্টারনেট ও মেসেজ ইত্যাদির বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ের উপর আলোচনা করেন। পরিশেষে প্রশ্নোত্তর পর্বে কলেজের ছাত্র সুক্রদীপ নন্দী এবং সুদীপ কুমার মণ্ডল সুন্দর কথা বলেন। অনুষ্ঠানে বি এড কলেজ ও নার্সিং এর ছাত্র এবং অন্যান্য বিশিষ্ট জন সহ প্রায় এক’শ জন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মিনহাজ উদ্দিন সাহেব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক (বর্ধমান ও জলপাইগুড়ির) কাজী মুহাম্মাদ রফিক। তিনি বলেন যে, ট্রাই এর সমর্থনে অনত্রও কিছু অনুষ্ঠান হয়েছে, আগামীতেও সম্ভাবনা আছে।