২৭শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত রাজ্যে নামবে পারদ

জলপাইগুড়ি: আবহাওয়ার খামখেয়ালীপনায় মাঘ মাসে শীত যেন উধাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে অকাল বৃষ্টি। তবে হাওয়া অফিস মারফৎ জানা গেছে  ২৭ সে জানুয়ারি থেকে ৩১ সে জানুয়ারি পর্যন্ত রাজ্যের সব জেলাতেই নেমে যাবে তাপমাত্রা। জার প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রার পারদ নিম্নমুখী রাজ্যে।

    শুক্রবার জলশহর জলপাইগুড়ি তাপমাত্রা নেমে দাঁড়ায় ৮ ডিগ্রিতে। স্বাভাবিকভাবে তারই প্রতিফলন দেখা গেল শহর জুড়ে। কোথায় দেখা গেল প্রাতঃভ্রমন কারিরা ভিড় জমিয়েছেন চায়ের দোকানে, তো কোথাও দেখা গেল রাস্তায় আগুন পোহানোর ছবি। আট থেকে আশি শহরের মানুষগুলির একটাই কথা বেশ জাঁকিয়ে শীত পড়েছে। আর মাঘের শীত বাঘের গায়ে লাগে এই প্রবাদ সত্যি হওয়ায় শীতকে ছুটিয়ে উপভোগ করছেন জলপাইগুড়ি শহরবাসী।