|
---|
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা ক্রমশে ঠান্ডা পড়তে শুরু করেছে, বিশেষ করে উত্তরবঙ্গে শীতের তীব্রতা ক্রমশই বাড়ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আজ অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাবে। অপরদিকে শৈল শহর দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রী, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি। আর কিছুদিন বাদেই পঁচিশে ডিসেম্বর বড়দিন, বড়দিনের আগেই যে উত্তরবঙ্গ থেকে তীব্র ঠান্ডা অনুভূত হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।