|
---|
নিজস্ব সংবাদদাতা: মহানগরীতে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হচ্ছে, একই সঙ্গে বাড়ছে উত্তরে হাওয়ার দাপট। গত পাঁচ বছরে নভেম্বর মাসে তাপমাত্রা এতটা হ্রাস পায়নি শহর কলকাতায়। নভেম্বর মাস থেকেই শীতের আমেজ অনুভব করতে পারছেন শহরবাসী।
উত্তরবঙ্গতেও তাপমাত্রা নামছে, দার্জিলিং কার্শিয়াং কালিংপং এ মনোরম আবহাওয়া উপভোগ করতে ইতিমধ্যে বহু পর্যটক পাড়ি দিয়েছেন। অপরদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা দিনাজপুরেও তাপমাত্রা নিম্নমুখী। আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস ডিসেম্বর মাসের শেষে সিকিম ও দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।