নবান্ন অভিযানের আগে হুগলির পাণ্ডুয়ায় শুভেন্দু অধিকারীর জনসভা ও প্রস্তুতি মিছিলের আগে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা : নবান্ন অভিযানের আগে হুগলির পাণ্ডুয়ায় শুভেন্দু অধিকারীর জনসভা ও প্রস্তুতি মিছিলের আগে উত্তেজনা। রাস্তায় লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল রাতে চুঁচুড়া ও পাণ্ডুয়ার সংযোগস্থলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসেই অবরোধ ওঠে। নবান্ন অভিযানের আগে আজ পাণ্ডুয়ায় সভা ও মিছিল করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির কটাক্ষ, শুভেন্দুকে ভয় পেয়েই পতাকা খুলে ফেলেছে তৃণমূল। গেরুয়া শিবিরের কোন্দলের জেরে এই ঘটনা, পাল্টা আক্রমণ শাসকদলের।