|
---|
উজির আলী,নতুনগতি;চাঁচল: ১৯ মে
ভিন রাজ্যফেরত এক দম্পতিকে মালদহের চাঁচোল বাজার সংলগ্ন অতিথি আবাসনে রাখাকে ঘিরে সোমবার রাতে উত্তেজনা ছড়ালো চাঁচোল দৈনিক বাজার এলাকায়।
এদিন রাত্রি ৯ টা নাগাদ ওই ঘটনার জেরে ছুটে আসতে হল চাঁচল থানার পুলিশকেও।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত্রি ন’টায় অতিথি আবাসনের কেয়ারটেকার এক দম্পতিকে গোপনে আশ্রয় দিয়েছেন বলে রটে যায় গ্রামে।
নেপথ্যে ভিনরাজ্য ফেরতকে এলাকায় আশ্রয় দেওয়াকে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।
কারন ওই এলাকাটি ঘনবসতিপূর্ন।
করোনা আবহের মধ্যে বাসিন্দারা আতঙ্কিত তারপর অপরিচিত ভিন রাজ্য ফেরতকে নেপথ্যে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। ক্ষোভ প্রকাশ করতে থাকেন এলাকার সকলেই।
ঘটনা জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় চাঁচল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উৎপল তালুকদার।
তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন গোটা বিষয়টি নিয়ে সকালে ওই অতিথি আবাসনের কেয়ারটেকারের সাথে কথা বলবেন তিনি বলে জানিয়েছন।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা অশোক রাম জানান, মালদা জেলায় হু-হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আর হঠাৎ দেখি বাড়ির পাশে থাকা অতিথি আবাসনের কেয়ারটেকার এক দম্পতিকে গোপনে রেখে দিয়ে চলে যান। তাতে সন্দেহ হলে আমরা চাঁচল পুলিশ খবর দিই। বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন বলে স্থানীয়দের আশ্বস্ত করেন পঞ্চায়েত প্রশাসন।