|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণার অন্তর্গত অশোকনগরে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অশোকনগরে রাস্তার ধারে থাকা তৃণমূল কংগ্রেসের বেশকিছু পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে । এছাড়াও কিছু ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাদা লেপে দেওয়া হয়েছে বলে অভিযোগ । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর ২৪ পরগণা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অশোকনগর বিধানসভার তৃণমূলের তফসিলি সেলের সভাপতি প্রবীর মজুমদার (গুপি) সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব । পতাকা ছেঁড়া ও ফ্লেক্সে কাদা লেপার ঘটনায় স্থানীয় ২ বিজেপি কর্মীর বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ জানিয়েছে শাসকদল ।
শীঘ্রই দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল নেতা প্রবীর মজুমদার । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ । অভিযুক্ত ওই দুই বিজেপি কর্মী ইতিমধ্যে বাড়ি থেকে পলাতক হওয়ায় ; তাদের বাড়িতে তল্লাশি চালিয়েও কাউকে ধরতে পারেনি পুলিশ । যদিও এই ঘটনায় বিজেপি কর্মীদের যুক্ত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় গেরুয়া শিবির । ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে অশোকনগরে ।