|
---|
নিজস্ব সংবাদদাতা :ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ানের দক্ষিণ-পূর্ব প্রান্ত। রবিবার সকালে জনবহুল এলাকায় ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়। ইতিমধ্যেই তাইওয়ানে সুনামি সর্তকতা জারি করা হয়েছে। তাইওয়ানের প্রতিবেশী দেশ জাপানকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রবিবার সকালে প্রবল ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানের দক্ষিণ-পূর্ব অংশে, রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.২ কিন্তু সরকারিভাবে জানানো হয়েছে তীব্রতা ছিল ৬.৮। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল ভেঙে পড়ে একটি আবাসন ও একটি দোকান।