|
---|
নিজস্ব সংবাদদাতা :শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরের স্টেশনের কাছাকাছি হাওড়া চেন্নাই করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা কবলে পড়ে।
খড়গপুর ডিভিশন সূত্রে জানা গিয়েছে করমন্ডল এক্সপ্রেস চেন্নাই যাচ্ছিল। উড়িষ্যার বালেশ্বর নিকট এক মাল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই যাত্রীবাহী ট্রেনটির।
ট্রেনটির স্লিপার ক্লাস প্যান্টি কার সহ ১৮ টি বগি সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় এখন পর্যন্ত শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।
জানা গিয়েছে, এদিন বিকালেই শালিমার হাওড়া-থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি ছেড়েছিল। সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে ছেড়ে যায় । আনুমানিক চল্লিশ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায়।
ট্রেনটির একাধিক কামরা।মুখোমুখি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির ১৮টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় বহু যাত্রী আহত ও নিহত।
দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের মুখের কথা “হঠাৎকরে এক বিকট আওয়াজ হয়ে থেমে যায়় ট্রেনটি।” ট্রেনটির ইঞ্জিনের পর থেকে স্লিপারক্লাস, প্যান্ট্রি কার সহ একাধিক বগি বেলাইন হয়ে গিয়েছে। এই মুহূর্তে চারপাশে শুধু রক্তও আর্তনাদ!
স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ হাত লাগান। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্মী ও আধিকারিক সহ বহু কর্মী ও অন্যান্যরা।