মাল ব্লকের ওদলাবাড়ি তে চিতাবাঘের শাবককে ঘিরে আতঙ্ক, ঘটনাস্থলে বনকর্মীরা

নতুন গতি নিউজ ডেস্ক: মাল ব্লকের ওদলাবাড়ি তে চিতাবাঘের শাবককে ঘিরে আতঙ্ক ছড়ালো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা চলে আসেন।

    ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শুক্রবার দিন দুলু বস্তির 17 নম্বর সেকশনে এলাকায় স্থানীয় এক বাসিন্দা প্রথমে একসঙ্গে চারটি চিতাবাঘের শাবক দেখেন। চিতাবাঘের শাবকগুলো কে প্রথমে বিড়ালের বাচ্চা ভাবেন ওই বাসিন্দা। পরে তাদের মধ্যে একটি শাবক চা বাগানের মধ্যে ঘোরাফেরা করার সময় বুঝতে পারেন তিনি বাচ্চাগুলি চিতাবাঘের। সঙ্গে সঙ্গে বনদপ্তর কর্মীদের খবর দেওয়া হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে তিনটি চিতাবাঘের শাবক কে উদ্ধার করে। কিন্তু এখনো পর্যন্ত একটি চিতা বাঘের শাবক চা বাগানে রয়েছে। সেই কারণে বনদপ্তর এর কর্মীরা রীতিমতো নজর রাখছেন সংলগ্ন এলাকায়। বনদপ্তর এর কর্মীরা স্থানীয় এলাকার বাসিন্দাদের কিছুটা দূরে সরে যেতে বলেছেন। যাতে মা চিতাবাঘ সহজেই ওই চা বাগান থেকে শাবকটিকে নিয়ে যেতে পারে।