কানাডায় সন্ত্রাসী হামলা,আহত ৪ বাংলাদেশি 

কানাডায় সন্ত্রাসী হামলা,আহত ৪ বাংলাদেশি

     

     

     

    নতুন গতি আন্তর্জাতিক ডেস্ক : কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকার একটি পার্কিং লটে চার বাংলাদেশি কানাডিয়ান গুলিবিদ্ধ হয়েছেন।

    তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

    সবাইকে দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

    জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দেতমাল জানিয়েছেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহসভাপতি আনাইমিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া এলোপাতাড়ি গুলিতে আহত হন।

    এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন শঙ্কামুক্ত।

    পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্কব্লুভার্ড এবং ডান্ডাসস্ট্রিটসংলগ্ন ওকস্ট্রিটের পার্কিং লটে এলোপাতাড়ি গুলি হয়েছে। পরে তারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

    পুলিশ জানায়, তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে।