|
---|
দেবজিৎ মুখার্জি: বারামুলার দেবন বাগ এলাকায় মঙ্গলবার মদের দোকানে গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলেন বারামুলা এলাকার বাসিন্দা রঞ্জিত সিং। হত্যাকারীদের ধরার দাবিতে হাইওয়ে আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিচারের দাবি করেন মৃতের কন্যা।
পুলিশ সূত্রের বক্তব্য, বাইকে চেপে দু’জন আততায়ী আসে। তাদের মধ্যে বোরখা পরিহিত একজন দোকানের জানলার কাছে এসে গ্রেনেড ফেলে দিয়ে পালিয়ে যায়। তারপরেই দোকানের মধ্যে বিস্ফোরণ ঘটে। আহত হয়েছেন ৪ কর্মচারী। ঘটনাস্থল আপাতত ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।