কাশ্মীরে জঙ্গিদের গুলি বৃষ্টি, নিহত পন্ডিত

নিজস্ব সংবাদদাতা : আবার জঙ্গিদের গুলি বৃষ্টি কাশ্মীরে, এই ঘটনায় নিহত হয়েছে এক কাশ্মীরি পন্ডিত। জঙ্গিরা একটি বাজারের মধ্যে তাকে নিক্ষেপ করে গুলি চালায়। জঙ্গিদের গুলিতে ঝাঝরা হয়ে তিনি লুটিয়ে পড়েন মাটিতে। গুলি চলার ঘটনায় হক চকিয়ে যান স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপর তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত ব্যক্তির নাম সঞ্জয় পন্ডিত। তিনি একটি ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। রবিবার দিন বাজারে গিয়েছিলেন বাজার করতে, তাকে নিক্ষেপ করে তিনটি জঙ্গি গুলি চালায় বলে জানা গেছে। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে ওই ব্যক্তিকে নিক্ষেপ করে তিনজন জঙ্গি গুলি চালায়, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় , চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিন জঙ্গির খোঁজে তল্লাশি চলছে, গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।