|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর সদর ব্লকের দক্ষিণ বেঙ্গাই গ্রামের উদ্যোগী সংঘ সমাজ কল্যান সমিতি ও মেদিনীপুর শহরের সামাজিক সংস্থা প্রচেষ্টা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভুঁইঞা পাড়ার আমরা সবাই ক্লাবে বৃহস্পতিবার দুপুর ১১ টায় বিনামূল্যের বস্ত্র বিতরণ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় । এখান থেকে এদিন প্রায় শতাধিক জামা-কাপড় সংগ্রহ করেন পুরুষ-মহিলা সহ শিশুরা । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচেষ্টা ফাউন্ডেশনের সদস্য সৌমেন দত্ত,অর্নব পাল, শাশ্বতী প্রামানিক, নয়ন দাস, আমরা সবাই ক্লাবের সভাপতি বুম্বা ভকত উদ্যোগী সংঘের সভাপতি রাহুল কোলে ও সম্পাদক দেবাশিস ভুঁইঞা, ছিলেন আমরা সবাই ক্লাবের অন্যান্য সদস্যরা।
এদিন উদ্বোধনী বক্তব্য রাখেন সমাজকর্মী ও ক্রীড়াপ্রেমী ব্যাক্তিত্ব রাহুল কোলে। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে সবার কাছে আবেদন জানান,সবাই যাতে ব্যবহার যোগ্য অতিরিক্ত জামা-কাপড় তাঁদের প্রতিঠান গুলিতে পৌঁছে ষ দেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সমাজ কর্মী সৌমেন দত্ত। প্রচেষ্টা ফাউন্ডেশনের সভাপতি সৌমেন সাউ এদিন উপস্থিত থাকতে পারেনি। তিনি কর্মসূচির সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।