|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : বেডস পরিবারের উদ্যোগে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৪-এর শুভ সূচনা হলো শান্তির দূত- শ্বেত পায়রা উড়িয়ে। ৮ ডিসেম্বর, ২০২৪ রবিবার বেডস পরিবারের চেয়ারম্যান আমিনুল ইসলামের অনুপ্রেরণায়, রাজ্য সভাপতি সফিকুল ইসলামের দক্ষ পরিচালনায় এবং কনভেনর গৌতম মন্ডলের আহ্বানে বসিরহাট কলেজের প্রান্তিক ময়দানে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বসিরহাটের উন্নয়নের অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট সমাজসেবী বাদল মিত্র, বসিরহাট থানার পুলিশ আধিকারিক বিশ্বজিৎ সাপুই, মাটিয়া থানার ওসি মলয় মন্ডল এবং বেডস পরিবারের উপদেষ্টা কমিটির সভাপতি আব্দুল খালেক মোল্লা।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অরূপ দত্ত, বেডসের রাজ্য কমিটির সদস্য মুরাদ হোসেন ও দিলীপ মুখার্জী, শিক্ষক রেজাউল করিম ও আতিয়ার রহমান, বারাকপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ পাত্র এবং সহেলী সাহা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২০০ জনেরও বেশি পুরুষ ও মহিলা অ্যাথলেট এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। প্রান্তিক ময়দান থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতার পথ ছিল টাকি রোড, চাপাপুকুর রোড হয়ে প্রায় ৭ কিলোমিটার দূরে খোলাপোতা শ্রী অরবিন্দ তপোবন বিদ্যামন্দির পর্যন্ত। খোলাপোতার শ্রী অরবিন্দ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ে মূল আলোকপাত করেন ভারত সরকারের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও বেডসের উপদেষ্টা কমিটির সভাপতি ডাঃ অমিত চক্রবর্তী। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক ছোট্টজিৎ ঘোষ, রাজ্য শিক্ষা সচিব ড. এ. কালাম, রাজ্য কমিটির সদস্য সাথী লস্কর, মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব হায়দার আলী, রাজ্য নেতৃত্ব শিক্ষক জয়দেব সরকার এবং শিক্ষক রাকিব ইসলাম। বিশিষ্ট সমাজসেবী রুন্ময় ভট্টাচাৰ্য বলেন বেডস পরিবারের উদ্যোগ থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এটি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।