থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে মানবিক বারুইপুরের নতুন ভোর

বাবলু হাসান লস্কর,দক্ষিণ চব্বিশ পরগনা : বারুইপুর, আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় একের পর এক হাসপাতাল গুলিতে ওপিডি বিভাগ বন্ধ- হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে অসুস্থ ব্যক্তি সহ তার পরিজনেরা।এই মুহূর্তে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। সে কথা মাথায় রেখে বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন তারা ২৪০ জন রক্তদাতা রক্তদান করেন তার মধ্যে মহিলাদের সংখ্যা ৭০ রুবি জেনারেল হসপিটাল ও কোঠারি মেডিক্যাল সেন্টার তারা রক্ত সংগ্রহ করে। এই শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার ছাড়াও বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ,ভাইস চেয়ারম্যান গৌতম রায় চৌধুরী, পৌর মাতা অর্চনা ভদ্র, তাছাড়া নতুন ভোর সোসাইটির ওয়েলফেয়ারের সম্পাদক সজল কুমার মিত্র। এমনই মুহূর্তে এই রক্তদান শিবির নিয়ে এলাকায় চলেছে গুঞ্জন, তাঁরই মাঝে কর্মকর্তাদের সাধুবাদ জানাচ্ছেন।