|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী: বুধবার এমনই ছবি ধরা পড়লো সাগরদিঘী উচ্চ বালিকা বিদ্যালয়ে,শিশু ও নারী কল্যাণে এক সচেতনতা শিবিরের আয়োজন করে সাগরদিঘীর এক স্বেচ্ছাসেবী সংগঠন, ওয়েলফেয়ার ট্রাস্ট।এদিন সাগরদিঘী উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্মসূচিতে ছাত্রীদের ক্লাস রুমে আসেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রয়। বাল্যবিবাহ সহ নাবালিকারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয়ে ছাত্রীদের সচেতন করেন।পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত, সাগরদিঘী এস. এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শচীন পাল, সাগরদিঘী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষা রেনেরা বেগম মহাশয়া সহ বিশিষ্ট ব্যক্তিগণ। বাল্যবিবাহ,নাবালিকারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে অনলাইন প্রতারণা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও রাস্তাঘাটে বিপদের হাত থেকে কিভাবে তারা নিজেদের রক্ষা করবে সেই বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয়। এ ছাড়াও নিজেদের রক্ষার পাশাপাশি কিভাবে পরিবেশ রক্ষার প্রতি সকলে একত্রিত হয়ে কাজ করা যেতে পারে এবং এক সুস্থ পরিবেশ গড়ে তোলা যেতে পারে সেই নিয়েও আলোকপাত করেন সাগরদিঘীর ওসি বিজন রায়, কর্মসূচির শেষে ট্রাস্টের পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন ছাত্রীদের সচেতন করতে আমাদের এই প্রচেষ্টা এবং সুস্থ পরিবেশ গড়তে ছাত্রীদের চারাগাছ উপহার দিলাম।