|
---|
নিজস্ব সংবাদদাতা:- আজ ১৭ ই অক্টোবর কমিউনিস্ট পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল সিপিআইএম পার্টির পক্ষ থেকে বীরভূম জেলা জুড়ে। সিপিআইএমের এর খয়রাসোল এরিয়া কমিটির তরফে খয়রাসোলের দলীয় কার্যালয়ে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তিম পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় ।সাথে সাথে দিনটির তাৎপর্য বিষয়ে আলোচনাসভা ও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির জেলা সম্পাদক গৌতম ঘোষ, পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি,খয়রাশোল এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ প্রমুখ নেতৃত্ব।অনুরূপ রাজনগর এরিয়া কমিটির অফিসে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য শুকদেব বাগ্দী সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ। চিনপাই দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্যদান করেন অরুন মিত্র,আনারুল হক প্রমুখ নেতৃত্ব।মহম্মদবাজার, সিউড়ি, দুবরাজপুর, নলহাটি, কোটাশুর প্রভৃতি এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস হিসেবে দিনটিতে রক্তিম পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে পালন করা হয়।