|
---|
নিজস্ব প্রতিবেদক:- শনিবার মালদা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ত্রয়োদশ রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলন কে সামনে রেখে এক মাস ধরে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পড়ুয়াদের নিয়ে বিভিন্ন আলোচনা সভা বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মালদা জেলা বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মার্চ মাসের প্রথম দিকেই ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানচেতনা তৈরি করতে বসে আঁকো প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা বিতর্ক প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শুক্রবার বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মডেল প্রদর্শনী মজার অংক শেখা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। মালদা জেলার প্রতিটি প্রান্ত থেকে পাঁচ শতাধিক স্কুল পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খুদে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানচেতনা ও কুসংস্কার দূরীকরণ করতে প্রতিবছর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর বিজ্ঞান মঞ্চের ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মালদায়। এই সম্মেলনকে সামনে রেখেই বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদা জেলা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানা গিয়েছে এদিনের মডেল প্রদর্শনীতে প্রায় ১০০ জন পড়ুয়া তাদের নিজের হাতে তৈরি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেল নিয়ে আসে। মজার অংক শেখা কর্মসূচিতে দেড়শ জন স্কুল পড়ুয়া অংশগ্রহণ করে। অপরদিকে বিজ্ঞান বিষয়ক একটি আলোচনা সভায় প্রায় দুই শতাধিক পড়ুয়া অংশগ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ত্রয়োদশ রাজ্য সম্মেলনে শনিবার রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আগামী ২৮ তারিখ পর্যন্ত চলবে বিজ্ঞান মঞ্চের বিভিন্ন কর্মসূচি। আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলাগুলিতে বিজ্ঞান বিষয়ক সচেতনতা ও কুসংস্কার দূরীকরণে কিভাবে কাজ করবে মানুষকে কিভাবে সচেতন করা হবে এই সমস্ত বিষয়ে কাজের রূপরেখা তৈরি করার উদ্যোগেই রাজ্য সম্মেলন। এছাড়াও বছরভর বিজ্ঞান মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা হবে এই সম্মেলনে।