শুরু হলো মালদা জেলা ৩১তম বইমেলা

মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: মালদা জেলা বইমেলায় এ বার প্রবেশ অবাধ বইপ্রেমীদের। গত বইমেলা পর্যন্ত প্রবেশমূল্য ছিল মাথাপিছু পাঁচ টাকা। এ বার কোনও প্রবেশমূল্য ছাড়াই ঢোকা যাবে মেলায়। এ বার বইমেলার থিম “ভালবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব”। ২১ জানুয়ারি মালদা কলেজ মাঠে মেলার উদ্বোধন করলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

বাঙালির বারো মাসে তেরো পার্বণের অঙ্গ এখন বইমেলাও৷ আর সে বইমেলা যদি মালদায় হয়, তাহলে তো কথাই নেই৷ নতুন মলাটের গন্ধ মাখা হাজারো বইয়ের সম্ভার, চোখ ধাঁধানো প্রদর্শনী, হরেক বিষয়ের ওপর গুরুগম্ভীর আলোচনায় মঞ্চ কাঁপানো বক্তব্য, কবিদের আড্ডা, বন্ধুদের গপ্পো করার একটা মুক্তাঙ্গন হয়ে উঠেছে মালদা জেলা বইমেলা৷ বইয়ের বেচাকেনাটাও নেহাত কম হয় না এখানে৷ বাড়তি পাওনা সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার লেখকদের বই প্রকাশের মঞ্চও যে মালদার প্রাণের এই বইমেলা৷

জানা গিয়েছে, এ বার মেলায় ১৫০টি স্টল আছে। এ রাজ্যের বিভিন্ন প্রকাশনা সংস্থার পাশাপাশি বাংলাদেশের প্রকাশনা সংস্থাও বইয়ের সম্ভার নিয়ে এসেছেন। মেলা প্রাঙ্গণে আছে চারটি মঞ্চ। সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। একটি মঞ্চ হল লিটল ম্যাগাজিনের ও আর একটি বিকেলের ব্যালকনি।

উদ্বোধনের আগে ‘বইয়ের জন্য হাঁটুন’ শ্লোগানে পদযাত্রা হয় বৃন্দাবনী মাঠ থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত। পদযাত্রায় অংশ নেয় জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে মালদা জেলা বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। ফিতে কেটে এবং আকাশে সাদা পায়রা উড়িয়ে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এছাড়াও এদিন মালদা জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি মৌসম বেনজির নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ইংলিশ বাজার পৌরসভা ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, অম্লান ভাদুড়ী সহ অন্যান্যরা।