|
---|
ডিজিটাল ডেস্ক : বাদ গেলনা ৬ বছরের শিশু কন্যাও। আবারও শিশু ধর্ষণ। মাত্র ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের টংক জেলায় আলীগড় থানা এলাকার গ্রামে। সরকারী স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় শিশুটি, আর তাকে খুজে পাওয়া যায় নি। অনেক পরে গ্রামের বাইরে ঘন ঝোপঝাড় থেকে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। পরনে ছিলো স্কুল ইউনিফর্ম সেই ইউনিফর্মের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় বলে পুলিশ জানায়। তার জেরে শিশুটির দুটি চোখ বেরিয়ে আসে। ইতি মধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।