|
---|
হাসান লস্কর, নতুন গতি, কুলতলী : আজ কুলতলী বিধানসভার বিধায়ক শ্রী গনেশ চন্দ্র মন্ডল জামতলা কেন্দ্রীয় তৃণমূল পাটি অফিসে পতাকা উত্তোলন করলেন । অপর দিকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কুলতলি এরিয়া কমিটির পক্ষ থেকে ৭৫ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করার স্বাভাবিক প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছে। ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এরিয়া কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন ।
ইতিপূর্বে দলীয় শাখা সংগঠন গুলি স্বাধীনতা দিবস পালন করতো। কিন্তু ভারতীয় কমিউনিস্ট পাটি মার্কসবাদী এই প্রথম পতাকা উত্তোলন করল। আজ স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে উপস্থিত এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল, গণতান্ত্রিক যুব ফেডারেশন এর জেলা কমিটির সদস্য রামচন্দ্র নস্কর,কৃষক সভার পক্ষে অধীর হালদার সহ কুলতলী এরিয়া কমিটির পদাধিকারীরা ব্যক্তি বর্গ।
এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হল জামতলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন Ex বিধায়ক জয়কৃষ্ণ হালদার সহ একাধিক নেতৃত্ব । সুন্দরবন পালের চক মাদ্রাসায় স্বাধীনতা দিবসে পথ পরিক্রমা করল মাদ্রাসার ছাত্ররা । কুলতলী থানা মৈপিঠ বকুলতলা থানার পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালিত হল।