|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের রামডাঙ্গা গ্রামে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত রামডাঙ্গা গ্রামে এক ব্যক্তি তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন পূর্ব বর্ধমান জেলার এক পাত্রের সাথে। মঙ্গলবার রাত্রে পাত্রপক্ষ কনে পক্ষের বাড়িতে এসে হাজির হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই বিয়ে আটকানো হয়। রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ও চন্দ্রপুর থানার ওসি ঝুমুর সিনহা নাবালিকা ওই পাত্রীপক্ষের বাড়িতে পৌঁছে সেই বিয়ে আটকান। তারা ওই নাবালিকার বয়সের সার্টিফিকেট দেখে যাচাই করেন পাত্রী এখন নাবালিকা সুতরাং এখন বিয়ে দেওয়া যাবে না। পাত্রীর অভিভাবক কে তারা বিষয়টি জানিয়ে দিয়ে বিয়ে বন্ধ করতে বলেন এবং নাবালিকা ওই পাত্রীর অভিভাবকের কাছ থেকে এ বিষয়ে মুচলেকাও নেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।