নাবালিকা কন্যার বিয়ে আটকালো প্রশাসন

নিজস্ব সংবাদদাতা :নাবালিকা কন্যার বিয়ে আটকালো প্রশাসন। বৃহষ্পতিবার বোলপুর থানার সিঙ্গী অঞ্চলের এক ১৭ বছর বয়সী কিশোরীর বিয়ের আয়োজন ব্যার্থ করা হলো। বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সূত্রে চাইল্ড লাইন মারফৎ খবর আসে এক নাবালিকা কন্যার বিয়ের আয়োজন করেছে তার পরিবার। ঐ কিশোরী সিঙ্গী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। বোলপুর থানার পুলিশ ও ডিএলএসএ এর তরফে ঐ কিশোরীর বাড়ীর লোকজন কে বুঝিয়ে বিয়ে টা বন্ধ করা হয়। কিশোরীর বাবার কাছে মুচলেকা নেওয়া হয় যে, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ঐ কিশোরীর বিয়ে দেবে না তার পরিবার। উল্লেখ্য, ঐ কিশোরীর পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানা এলাকায় বিয়ের ব্যাবস্থা করা হয়। এদিকে ঐ কিশোরী সরকারের রুপশ্রী প্রকল্পের টাকা পাবার জন্য বোলপুর বিডিও অফিসে রুপশ্রী প্রকল্পে আবেদন করে। সেখানেই ধরে পড়ে বিষয়টি। তারপরই প্রশাসনের তরফে বিয়ে বন্ধ করা হলো।