বসন্তের আগমনে নূতনের আবির্ভাব

বাবলু হাসান লস্কর, দঃ চব্বিশ পরগনা :
বসন্তের আগমনে নতুনত্বের আগমন, আর এই আগমনির মুহূর্তে পর্ণমোচী বৃক্ষের পাতা ঝরা । শীত চলে যাওয়ার পর আসে বসন্ত। কবির ভাষায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। দীর্ঘ দিন যাবত বৃক্ষের শোভা বৃদ্ধিতে যাদের অপরিসীম অবদান ছিল,আজ কালের বিবর্তনে তাদের বিলীন হয়ে যাওয়ার মূহুর্ত । তাদের এই শূন্যস্থানে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম। নতুনকে আহ্বান জানাতে একের পর এক ঝরে যাওয়া পাতায় দৃশ্য। কবি মাইকেল মধুসূদন দত্তের ভাষায়, ‘“ জম্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে? ” জীবন সংগ্রামে চড়াই-উৎরাই, আর এই চড়াই-উতরাইয়ের মধ্যে থেকেও একদিন সময় শেষ হয়ে যায় । সর্বদা নিজের জায়গা বজায় থাকবে এটা ভাবার আর কোন অবকাশ নেই । নিজে নিজেকেই ধরে রাখার এমন প্রবণতা থেকে একটু দূরে , অপরকে জায়গা দেওয়ায় তবেই তো অমরত্ব লাভ ।