দ্য অগ্রদূত সংস্থার পূজোয় বস্ত্র বিতরণ

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ দ্য অগ্রদূত সংস্থার পূজোয় বস্ত্র বিতরণ কর্মসূচীর অঙ্গ হিসেবে আজ কালনা ২ নং ব্লকের সেনেরডাঙায় ৪৭ জন মা ও ৭৩ জন কচিকাঁচার হাতে নতুন শাড়ী ও জামা তুলে দেওয়া হল।এটি এ বছর পূজো উপলক্ষে সংস্থার তৃতীয় কর্মসূচী। আজ অনুষ্ঠানে সংস্থার সদস্য সদস্যা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা।

    পূজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুবই খুশী কচিকাচারা। সংস্থার সম্পাদক প্রতাপ মন্ডল জানান, এইবছর আরো পাঁচটি জায়গায় বস্ত্র বিতরণ করা হবে। ভাগ করে উপভোগ করা আনন্দয় খুশী সকলে।