উত্তর প্রদেশের হাথরস কান্ডের মামলা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল এলাহাবাদ হাইকোর্ট

উত্তর প্রদেশের হাথরস কান্ডের মামলা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল এলাহাবাদ হাইকোর্ট

    সাকিব হাসান, দঃ ২8 পরগনা: এলাহাবাদ হাইকোর্ট সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণ ও খুনের মামলা অন্যত্র সরিয়ে নেওয়ার। নির্যাতিতা তরুণীর পরিবার ও পরিবারের পক্ষে আইনজীবী এর সুরক্ষার কথা ভেবে এলাহাবাদ হাইকোর্ট মামলা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল।

    নির্যাতিতা তরুণীর পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দাখিল করা হয়। সে হলফনামা লেখার আছে তরুনীর পরিবার ও তাদের পক্ষে আইনজীবী কে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, তাই তারা বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়ে আদালতকে আর্জি জানাচ্ছে মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রসঙ্গত গত 5 ই মার্চ আদালত চত্বরে এক আইনজীবী মদ্যপ অবস্থায় এসে তরুনীর পরিবার ও তাদের পক্ষের আইনজীবী কে ক্রমাগত হুমকি দেয়। এরপরে আবার একদল আইনজীবী এসেও তাদের হুমকি দেয়। এলাহাবাদ হাইকোর্ট থেকে জানানো হয়েছে বিচার চলাকালীন যেন তরুণীর পরিবার ও তরুনীর পরিবারের পক্ষের আইনজীবী এর যাবতীয় সুরক্ষা ভার পুলিশকে নেওয়ার জন্য। প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের হাতরস-এ এক তরুণীকে ধর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। এরপর চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করে তরুনীর পরিবার।