|
---|
নিজিস্ব সংবাদদাতা: জলপাইগুড়ি জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে একটি ভিডিও পৌঁছতেই নড়েচড়ে বসল পুলিশ কতৃপক্ষ। শুধু তাই নয়, রাজগঞ্জ থানা পুলিশের কাছেও ওই ভয়ঙ্কর ভিডিও পৌছতেই পুলিশ নিল ব্যবস্থা। কারণ আইন হাতে তুলে নিয়ে যে কাণ্ড ঘটিয়েছেন জনা দুয়েক ব্যক্তি তা পুলিশের গোচরে আসতেই বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হল পুলিশকে, প্রথমে পুলিশের কাছে এই খবর ছিল না। সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসলো জলপাইগুড়ি জেলা পুলিশের রাজগঞ্জ থানা।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মহান ভিটা গ্রামে রয়েছে একটি চা ফ্যাক্টরি। আর সেই চা ফ্যাক্টরির চুরির ঘটনার তদন্তে পুলিশের কাছে না গিয়ে চা বাগান কর্তৃপক্ষই ধরে ফেলল চোর। শুধু চোর ধরা নয় চোরকে ধরে বেধড়ক মারধর করে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হল সোশ্যাল মিডিয়াতে। একের পর এক চাবুকের ঘা, ও মারধরের ভিডিও মোবাইল বন্দী করে তা ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।কাজের প্রশংসা পেয়েছে ওই চা বাগান কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসনের কাছে না গিয়ে নিজেরাই তদন্ত করে চা বাগানের ফ্যাক্টরি থেকে চা পাতা চুরির ঘটনার কিনারা করেছেন তারা। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই চা কারখানার সিসিটিভি ক্যামেরার লিংক আচমকা বন্ধ হয়ে যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই সন্দেহ দানা বাঁধে। তড়িঘড়ি কর্তৃপক্ষ চা ফ্যাক্টরিতে ছুটে যান। চা বাগানের ম্যানেজার শুভঙ্কর বাবু পুরো বিষয়টি দেখছিলেন।এখন তাকেই খুজে বের করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।