সৌন্দর্যায়নের ফেরাতে উদ‍্যোগী হয়েছে চাঁচলের স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা

স্কুলের সৌন্দর্যায়নে প্রাক্তনরা

    উজির আলি, চাঁচল : করোনার জেরে টানা বন্ধ ছিল স্কুল।ফলে স্কুলের সবুজ সৌন্দর্যায়নের হ্রাস পেয়েছিল। সৌন্দর্য‍্য ফেরাতে উদ‍্যোগী হয়েছে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এগিয়ে আসছেন প্রাক্তন শিক্ষকরাও।মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম হাইস্কুলের চত্বরে চারিদিকে সবুজ হয়ে আসছে। নীল-সাদা বিল্ডিং চারিদিকে হরেকরকম গাছ লাগিয়ে বিদ‍্যালয়কে সবুজ করে তুলছে প্রাক্তন ছাত্রছাত্রীরা।সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন স্কুলের শিক্ষক দিব‍্যেন্দু চক্রবর্তী সহ সমস্ত শিক্ষকেরা। বৃহস্পতিবার স্কুলের প্রাক্তন শিক্ষক অজয় রঞ্জন ব‍্যানার্জী, স্কুলের সেক্রেটারি তফিজুল ইসলাম সহ জনা কয়েক প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের খোলা মাঠে ১০ টি গাছ লাগিয়েছেন। তা সুরক্ষিত রাখতে খাঁচাও দিয়েছেন তারা।বকুল ফুল,কাঞ্চন,টিকমা টেন সহ বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। তবে শুধু তাই নয়,আগে থেকে স্কুলের খোলামাঠে সারিসারি ভাবে গাঁদা,কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগানো হয়েছে। যা এখন সুগন্ধি ছড়াচ্ছে স্কুলে।
    কলিগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক রায় বলেন, প্রাক্তনরা এইভাবে এগিয়ে আসলে স্কুলের সৌন্দর্য্যতার বৃদ্ধি ঘটবে। যারা এগিয়ে আসছেন তাদের সাধুবাদ জানায়।