বিহার ভোটে ফ্রি করোনা ভ্যাকসিন ঘোষণা এটা বিধিভঙ্গ নয় বললেন নির্বাচন কমিশনার

বিহার ভোটে ফ্রি করোনা ভ্যাকসিন ঘোষণা এটা বিধিভঙ্গ নয় বললেন নির্বাচন কমিশনার

    নতুন গতি ওয়েব ডেস্ক: বিহারবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোনও নিয়ম ভঙ্গ করেনি বিজেপি। শনিবার স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন।বিহারে ভোটে জিতলে বিহারবাসীকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। যা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নির্বাচনী বিধিভঙ্গ করেছে। নির্বাচন কমিশনে নালিশ যায়।বিরোধীদের পালটা প্রশ্ন শুধু বিহারবাসীকে ফ্রিতে ভ্যাকসিন কেন? অন্য রাজ্যগুলি কি দোষ করল। কংগ্রেস শাসিত রাজ্যগুলির পালটা প্রশ্ন তাদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে তো। বিরোধীদের এই ধরনের নানাবিধ প্রশ্নের মুখে পড়ে বিজেপি।এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কি বলে সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে কমিশন জানিয়ে দিল নির্বাচনী ইস্তাহারে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে কোনও নিয়ম লঙ্ঘন করেনি গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের যে আদর্শ আচরণবিধি রয়েছে তা লঙ্ঘিত হয়নি। সাকেত গোখলে নামে এক আরটিআই (তথ্য জানার অধিকার) কর্মীর অভিযোগের ভিত্তিতে এই মন্তব্য করেছে কমিশন। নিজের অভিযোগে গোখলে দাবি করেছিলেন ভোটের মুখে বিজেপির এই ধরনের প্রতিশ্রুতি বৈষম্যমূলক। কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার। নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধির অষ্টম অধ্যায় উল্লেখ করে বলে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি বিধিভঙ্গ নয়।