|
---|
নিজস্ব সংবাদদাতা: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) অন্যায় করেছেন। তাই দল থেকে তাঁকে বাদ দওয়া হয়েছে। দলের মধ্যে ক্যান্সার থাকায় তা কেটে বাদ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পর্কে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) নিউ ব্যারাকপুর পুরসভার (New Barrackpore) তৃণমূলের (TMC) পুরপ্রধান প্রবীর সাহার মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। প্রবীর সাহা যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার (Cancer)! অন্যায় করেছিলেন! তাই কেটে বাদ দিয়েছে! দলের প্রাক্তন মহাসচিবকে বেনজির আক্রমণ নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান প্রবীর সাহার। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক বেধেছে!নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতারির পর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পাশে দাঁড়ায়নি তৃণমূল (TMC)। দলীয় পদ এবং মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি, তাঁকে দল থেকেও সাসপেন্ড করেছে তৃণমূল। সেই পদক্ষেপকেই খোলাখুলি সমর্থন জানিয়ে এবার, দলের প্রাক্তন মহাসচিবকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলেরই নেতা ও নিউ ব্যারাকপুরের পুরপ্রধান প্রবীর সাহা।
তাঁর সেই বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি। তৃণমূল নেতা ও নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার কথায়, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) অন্যায় করেছিলেন। তৃণমূল (TMC) কংগ্রেস কেটে বাদ দিয়ে দিয়েছে। শরীরের কোনও অংশে ক্যান্সার হলে কেটে বাদ দিতে হয়। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সেই ক্যান্সার, বাদ দিয়ে দিয়েছে
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, পুলিশ সাথে নিয়ে অনেক বড় বড় কথা বলছে, পুলিশ যদি সরে যায়, তখন ওই পুরসভার জমাদার গিয়েও ওকে থাপ্পড় মেরে আসবে, পার্থ এত বড় স্ক্যামে একা নিশ্চিত নেই, দলের সমর্থন ছাড়া এই ধরনের স্ক্যাম করতে পারেন না, সিবিআই, ইডি তদন্ত করে বের করছে। ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি নিউ ব্যারাকপুরের পুরপ্রধান প্রবীর সাহা