|
---|
ওয়েব ডেস্ক, পূর্ব মেদিনীপুর: শনিবার সকালে এক কুমিরের বাচ্চা উদ্ধারকে ঘিরে পটাশপুর এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পটাশপুর ১ নং ব্লকের খড়িগেড়িয়া গ্রামেের নিকট বাগুই নদীতে এক মৎস্যজীবির জালে কুমিরের বাচ্চাটি ধরা পড়ে। তা দেখার জন্য এলাকায় হইচই পড়ে ও চাঞ্চল্য ছড়ায়। পরবর্তী সময়ে পটাশপুর জীব বৈচিত্র্য উপস্থাপনা সমিতির চেয়ারম্যান সোমনাথ দাস অধিকারী মহাশয়ের বাড়িতে এটির স্থান হয়। পরে বন দপ্তরের লোক এসে কুমীরের বাচ্চা টিকে উদ্ধার করে নিয়ে যায়।