দেশে থমকে গিয়েছিল গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা

নিজস্ব প্রতিবেদক:- করোনা (covid)সংক্রমণের সঙ্গে সঙ্গে দেশে থমকে গিয়েছিল গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা। পরবর্তীকালে এই রেল পরিষেবা অন্যান্য জায়গায় ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।তবে এখনো পর্যন্ত বীরভূমের রামপুরহাট(Rampurhut) সাহেবগঞ্জ লুপ লাইনে চালু হয়নি একাধিক ট্রেনের পরিষেবা। এই রুটে থাকা বিভিন্ন এলাকার বাসিন্দারা বারংবার বিক্ষোভ, স্মারকলিপি প্রদান করলেও এখনো সমস্যার সুরাহা হয়নি। এবার এই সমস্যা সংসদে তুলে ধরলেন বীরভূম(Birbhum) লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়(Shatabdi Roy)।সম্প্রতি সংসদে (Parliament)অধিবেশন চলা কালীন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় জানান, “আমার সাংসদ এলাকায় নলহাটির ব্যবসায়ীদের জন্য আগে যে সকল ট্রেন (Train)ছিল সেই সকল ট্রেন এখনো চালু হয়নি। এর ফলে নলহাটি থেকে কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়খন্ড, বিহার এই সকল জায়গায় তারা যেতে পারছেন না। এর ফলে গত দু’বছর ধরে তারা যে আর্থিক ক্ষতির সম্মুখীন, সেখানে এখন আরও লোকসান হচ্ছে।”এই সমস্যা তুলে ধরার পাশাপাশি তিনি অনুরোধ করেন, “এই জন্য আমি অনুরোধ করছি হাওড়া জয়নগর, হাওড়া(Howrah) রাজগীর ফাস্ট প্যাসেঞ্জার, মালদা বর্ধমান লোকাল, রামপুরহাট বারহারোয়া, শিয়ালদা বানারসী এক্সপ্রেস এই সকল ট্রেন পুনরায় চালু করা হোক।”সংসদে সাংসদ শতাব্দী রায় যে সকল ট্রেনের উল্লেখ করেন সেই সকল ট্রেনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বীরভূমের রাজগ্রাম, মুরারই সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। এই সকল এলাকা বীরভূমের শেষপ্রান্তে হওয়ার দরুন সেই ভাবে বিকল্প যোগাযোগ(Transportation) ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে এই সকল ট্রেন বন্ধ থাকার কারণে এখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়তি খরচ করে গাড়ি ভাঁড়া করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এরই পরিপ্রেক্ষিতে তারা প্রতিনিয়ত এই সকল ট্রেনগুলি চালুর দাবি করছেন।এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবি কেন্দ্র সরকার তথা রেল মন্ত্রকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সন্তোষ প্রকাশ করছেন বাসিন্দারা। পাশাপাশি,  সাংসদ(Member of Parliament) শতাব্দী রায় এই সকল ট্রেনগুলি পুনরায় চালু করার আবেদন রাখায় পুনরায় পরিষেবা শুরু হওয়ার বিষয়ে আশার আলো দেখছেন বাসিন্দারা।