বিজেপীর ডাকা বনধ্ এর কোন প্রভাব পড়ল না চা বাগানগুলিতে

নিজস্ব সংবাদদাতা :বিজেপীর ডাকা বনধ্ এর কোন প্রভাব পড়ল না চা বাগানগুলিতে।আজ সকাল থেকেই চা বাগানগুলিতে যথারীতি চা শ্রমিকদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতই।শিলিগুড়িতে এবং শিলিগুড়ির আশেপাশের বেশ কয়েকটি চা বাগানে বিজেপী সমর্থকেরা এসে বাগান বন্ধের হুশিয়ারি দিলেও তাতে কর্নপাত করেন নি চা বাগান কতৃপক্ষ। বিজেপীর দুয়েকটি সংগঠন চা বাগান বন্ধ করতে গেলে চা শ্রমিকেরা তাদের তাড়া করে। বাধ্য হয়েই সেই এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপী সমর্থকেরা। জানা গেছে ডুয়ার্স এবং হাসিমারা চা বাগানে বিজেপী সমর্থক এবং চা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এছারা নিউ চামটা টি এষ্টেটেও বনধ্ নিয়ে গন্ডগোল বেধে যায় বিজেপী এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে। মাদারিহাট এবং চালসাতেও বিজেপী এবং স্থানীয় মানুষের মধ্যে বনধ্ নিয়ে হাতাহাতি শুরু হয়ে যায়।পরে পুলিশ এসে অবস্থা সামলে দেয়। শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মধ্যেবর্তি রাঙাপানি এলাকায় বনধ্ নিয়ে উত্তেজনার খবর পাওয়া গেছে। ওই এলাকার বাগান মালিককে বিজেপী সমর্থকেরা গায়ে হাত দেওয়ায় শ্রমিকেরা বেধরক মারে বিজেপী সমর্থকদের পরে পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি সামলে আনে।