|
---|
নিজস্ব সংবাদদাতা :দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সমাপ্ত হয়েছে। ফাইনালে অস্ট্রেলিয়া ভারত কে পরাস্ত করে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে। মধ্যেই তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত চলবে তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব। যেটা শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে এসেজ সিরিজের মাধ্যমে। ভারত তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে । জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর। যেখানে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ডিসেম্বর মাসে ভারত দক্ষিন আফ্রিকায় যাবে। ডিসেম্বর জানুয়ারি মাসে হবে এই সফর। আফ্রিকার সফর শেষ করবার পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। পরবর্তী পর্যায়ে সেপ্টেম্বর মাসে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের সাথে মুখোমুখি হবে ভারত। পরবর্তী আরো বেশ কিছু সূচি রয়েছে। উল্লেখ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয় একই রয়েছে। প্রত্যেকটি দল তিনটি করে সিরিজ নিজেদের ঘরের মাঠে খেলবে ও তিনটে করে সিরিজ বাইরে খেলবে। জিতলে ১২. টাই হলে ৬. আর ড্র হলে ৪ পয়েন্ট মিলবে।