রক্ত সংকট বড় আকার না নেয় তাই রক্ত দান শিবিরের আয়োজন করল কালনা মহকুমা হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:- প্রতিবছর গ্রীষ্মের সময় রক্ত সংকট দেখা রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে। তবে এবছর যাতে রক্ত সংকট বড় আকার না নেয় তাই রক্ত দান শিবিরের আয়োজন করল কালনা মহকুমা হাসপাতাল । শিবিরের আয়োজন করা হয় হাসপাতালের ভিতরেই । তীব্র গরমে কালনা মহকুমা হাসপাতালে বেশ কয়েকটি গ্রুপের রক্ত ইতিমধ্যেই মিলছে না । কার্যত রক্ত সংকট দেখা দিতে শুরু করেছে । তাই তড়িঘড়ি একটি মিটিং করে রক্তদান শিবিরের সিদ্ধান্ত নেওয়া হয় । শুধু তাই নয় রক্ত দান শিবির চলাকালীন হাসপাতালের তরফে মাইকিং করে সমস্ত মানুষকে রক্তদানে এগিয়ে আসার জন্য চালানো হয় প্রচার । রক্তদাতাদের মধ্যে ছিলেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা, সিভিক ভলেন্টিয়ার এবং হাসপাতালের কর্তব্যরত ডাক্তার , নার্স সহ অন্যান্য কর্মীরা।এমনকি অনেক রোগীর পরিবারের সদস্যরাও এদিন রক্তদান করেন । আর নিজেদের প্রয়োজনীয় রক্ত নেন হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে । এ বিষয়ে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, হাসপাতালে রক্ত সংকট মেটাতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । এক রোগীর পরিবারের সদস্য বলেন, হাসপাতালে রক্ত সংকট আছে । তাদের দরকার ছিল \”O \” গ্রুপের রক্তের ।এরপর ব্লাড ব্যাঙ্ক এর পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয় রক্ত দান করতে।যদিও তার রক্তের গ্রুপ মিলবেনা তার রোগীর সঙ্গে, তবে তার দেওয়া রক্ত অন্য কোনও রোগীর প্রয়োজনে কাজে লাগবে। হাসপাতাল কর্তৃপক্ষের কথা মতো তিনি নিজে রক্ত দান করলেন আর তাঁর প্রয়োজনীয় রক্ত পেলেন হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে ।