লরি চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো বাঁকুড়ায়

নিজস্ব সংবাদদাতা: এফ.সি.আই গোডাউনে রেশন দ্রব্য নিতে আসা এক লরি চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো বাঁকুড়ায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত দুই নম্বর ব্লকের বিকনার এফ.সি.আই গোডাউনের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম ভোলা সিং। বয়স ২৬ বছর। বাড়ি মেদিনীপুর এলাকায়। মৃতদেহ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় বাঁকুড়া শহর সংলগ্ন এফ.সি. আই গোডাউনে আরও অনেকের সঙ্গেই রেশন দ্রব্য নিতে আসেন মেদিনীপুরের বাসিন্দা পেশায় লরিচালক ভোলা সিং। তার লরিতে লাগানো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রেশন দ্রব্য পরিবহন নামে একটি বোর্ড। তার লরি নির্দিষ্ট জায়গাতে দাঁড় করানো থাকলেও এদিন ভোলা সিং নামে ওই যুবকের লরির নীচ থেকেই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এটি লরি থেকে পড়ে যাবার ঘটনা নয়। লরিচালক ভোলা সিংয়ের একটি কান কাটা ছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় ছিল ক্ষত বিক্ষত চিহ্ন। তার উপর রাস্তাতে পড়ে ছিল প্রচুর রক্ত। তাদের অনুমান এটা কোনও স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়। তবে পুরো ঘটনাটির কি হয়েছে তা সেখানে উপস্থিত থাকা অন্যান্য লরিচালক বা খালাসিরাও বলতে পারেননি।