পিয়ালিতে নৌকা ডুবি

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীর মেরিগঞ্জ এক নম্বর অঞ্চলের মহিষমারি বাজারে যেতে নৌকাই ভরসা এলাকাবাসীর। নয়াপাড়া সংলগ্ন এই খেয়াটি বেশ কয়েকটি গ্রামের মানুষ জন এখান থেকে প্রতিনিয়ত পারাপার করেন। জয়নগর এক ন: ব্লকের রাজাপুর করাবেগ অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ ও কুলতলির মেরিগঞ্জ এক নম্বর অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করেন। গতকাল আনুমানিক ২৫ জন যাত্রী নিয়ে পারাপারের সময় হঠাৎ নৌকাটি পিয়ালী নদীতে ডুবে যায়।

    আশ-পাশে থাকা মানুষ জন তৎক্ষনাত তাদেরকে উদ্ধার করেন। সাথে সাথে খবর পৌঁছায়া দুই থানায়। খবর পেতে সাথে সাথে সেখানে হাজির দুইটি থানার পুলিশ বাহিনী সহ জনপ্রতিনিধি। সাধারণ মানুষের প্রচেষ্টায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রেহাই পেল এমনি জানায় প্রত্যক্ষদর্শীরা। দীর্ঘদিন ধরে চলা খেয়া নৌকা, জেলা পরিষদের অধীনস্ত কি-না,বা বেআইনি পারাপার করা হচ্ছিল তা তদন্ত শুরু করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ। বেশ কিছু দিন আগে গ্রামবাসীরা পিয়ালী নদীর উপর বাঁশের একটি সেতু নির্মাণ করেছিল। প্রাকৃতিক দুর্যোগে তা ভেঙে যায়ার পর একটি ছোট নৌকার মাধ্যমে যাওয়া আসা করতো আজ ঘটল বিপদ এমনই তথ্য মিলেছে ।