|
---|
নিজস্ব প্রতিবেদক:- আবারও পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলো বীরভূমে। এবার একসঙ্গে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটলো। পথ নিরাপত্তা সংক্রান্ত হাজার প্রচার চালানো সত্বেও জেলায় এই ভাবে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণে প্রশ্ন উঠছে এই সকল সচেতনতা প্রচার নিয়ে। পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনাটি ঘটেছে বীরভূমের মহঃবাজার থানা এলাকায়। মহঃবাজারের ১৪ নং জাতীয় সড়কের ওপর ডেউচা বাসস্ট্যান্ডের কাছ থেকে বৃহস্পতিবার সকালে ওই দুই যুবকের মৃতদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই যুবকের নাম রাহুল বাউরী এবং অমৃত বাউরী। দুজনের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। এই দুজনের বাড়ি মহঃবাজারের বাউরি পাড়ায়। বৃহস্পতিবার সকালে এই দু’জনকে পুকুরের জলে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। অন্যদিকে এই দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, রাতের অন্ধকারে ওই দুই যুবক মোটর বাইকে করে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাছ অথবা কোন বস্তুতে ধাক্কা মারেন। তারপর সামলাতে না পেরে সোজা ওই পুকুরে গিয়ে পড়ে। এর পরেই তাদের মৃত্যু হয়। প্রসঙ্গত, গত কয়েক মাসে কেবল মাত্র এই ধরনের মোটর বাইক দুর্ঘটনায় ১২ জনের বেশি বাইক আরোহী প্রাণ হারিয়েছেন। অধিকাংশ দুর্ঘটনায় এবং প্রাণহানির ঘটনা ঘটেছে জাতীয় সড়কে। জাতীয় সড়কে এইভাবে দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অধিকাংশের অভিযোগ রাস্তা খারাপ অথবা নিয়ন্ত্রণহীনভাবে যান চলাচল। অন্যদিকে এই ভাবে দিনের পর দিন দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন পথচলতি মানুষেরা।