|
---|
নিজস্ব সংবাদদাতা: সাতসকালে ভাগীরথীতে (Bhagirathi) ভেসে উঠল লাশ। গত তিনদিন ধরে নিখোঁজ (Missing) কিশোরের মৃতদেহ বলে অনুমান স্থানীয়দের। গত ১৫ অগাস্ট থেকে ওই কিশোর নিখোঁজ ছিল। অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে যিনি কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করিয়েছেন বলে স্থানীয় মানুষের অভিযোগ। পুলিশ (Police) অভিযুক্ত (Accused) ও ওই কিশোরের এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।বুধবার সকালে নির্মীয়মান ভাগীরথীর উপর সেতুর কাছেই এক মহিলা মৃত দেহটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনকে খবর দেন ।পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।। যে জায়গা থেকে ওই কিশোরকে ভাগীরথীর জলে ফেলা হয়েছিল বলে অভিযোগ ছিল তার থেকে ৫০০ মিটার দূরে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগের রাত থেকে এলাকারই এক কিশোর নিখোঁজ রয়েছে। তাকে খুন করার অভিযোগ ওঠে রিন্টু বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসী প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছে ওই লাশ নিখোঁজ কিশোরেরই। পুলিশ মৃতদেহ জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে গিয়েছে।